আলমগীর হোসাইন রাজ একজন বাংলাদেশী সংগীত শিল্পী,ইউটুবার, সে ০১ ফেব্রুয়ারী ২০০২ সালে সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলায় জন্মগ্রহন করে।। তিনি মিউজিক করার এর পাশাপাশি অনলাইনে উদ্দোক্তা হয়ে উঠেন। তার ফেসবুক ভেরিফাইড আইডির নাম Alamgir Hossain Raj , এছাড়াও তার ইউটিউব চ্যানেলে রয়েছে। 

প্রাথমিক জীবন: আলমগীর হোসাইন রাজ ছোটবেলা থেকেই ইন্টারনেটে গাটাগাটি করতেন এবং নিজেই গজল গাইতেন এবং তা বিভিন্ন সোস্যাল মিডিয়া প্রকাশও পেয়েছে। তার গাওয়া এ বছরের সেরা গান এল্যাবাম ইউটিউব ,স্পটিফাই, আমাজন মিউজিক, গুগল মিউজিকসহ জনপ্রিয় মাধ্যম গুলোতে রিলিজ হয়েছে।


ক্যারিয়ারঃ আলমগীর হোসাইন রাজ অনলাইন উদোক্তা হয়ে নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়েছেন। তিনি বলেন যে কেউ অনলাইনে কাজ করতে পারবে যদি তার আগ্রহ থাকে।